বিজ্ঞাপন
জি ভয়েস ডেস্ক: সিলেট নগরের উপকণ্ঠের খাদিম নাঈম আহমদকে হত্যার ঘটনায় আরও দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২২ জানুয়ারি) প্রিন্স হিমেল (১৬) ও মোহাম্মদ অলি আহমদ (১৭) নামে এই দুজনকে গ্রেপ্তার করা হয়।
এরআগে গত বুধবার নাইমের বন্ধু দেলোয়ার হোসেন সবুজ (২২)কে গ্রেপ্তার করে পুলিশ।
শুক্রবার গ্রেপ্তার হওয়া প্রিন্স হিমেল সিলেটের গোলাপগঞ্জের হেবল ফুলিয়ার ছেলে। তারা বর্তমানে নগরের শিবগঞ্জ সেনপাড়ার বাসিন্দা। আর মোহাম্মদ অলি আহমদ গোলাপগঞ্জের ভাদেশ্বরের হেলাল উদ্দিনের ছেলে। তারাও সেনপাড়া এলাকায় থাকেন।
শুক্রবার তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্লাহ তাহের।
গত ১৯ জানুয়ারি (মঙ্গলবার) সন্ধ্যায় খাদিম বিআইডিসি এলাকার কৃষি গবেষণা খামারের সড়কের পাশ থেকে নাঈম আহমদের (২০) লাশ উদ্ধার করে পুলিশ।
নাঈমের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, ১৯ জানুয়ারি দুপুরে দেলোয়ার হোসেন সবুজ ও রাব্বি নামে দুই বন্ধু ফোন করে নাঈমকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। একটি জন্মদনের পার্টির কথা বলে তাকে নিয়ে যায় তারা।
পরদিন নাঈমের মা বাদী হয়ে শাহপরান থানায় একটি মামলা দায়ের করেন।