Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-01-31T09:14:54Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে নৌকার কেন্দ্রে ধানের জয়

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জ পৌরসভায় শনিবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমিনুল ইসলাম রাবেল জগ প্রতীক নিয়ে ৫ হাজার ৮৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বিএনপির প্রার্থী তৃতীয় ও আওয়ামী লীগের প্রার্থী চতুর্থ হয়েছেন।

পৌরসভার ৯টি কেন্দ্রের মধ্যে একটিতেও জয় পাননি আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী রুহেল আহমদ। সেই সাথে নিজ কেন্দ্র ২নং ওয়ার্ডেও তিনি জয় পাননি। সেখানে তিনি পেয়েছেন ৪৬৪ ভোট। ৪৭৭ ভোট পেয়ে এ ওয়ার্ড থেকে জয় ছিনিয়ে আনেন ধানের শীষের প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন। 

ফলাফলে দেখা গেছে, ভোটপ্রাপ্তির দিক দিয়ে দ্বিতীয় স্থানে থাকা আওয়ামী লীগের আরেক বিদ্রোহী প্রার্থী জাকারিয়া আহমদ পাপলু মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৫৪৮ ভোট।

তৃতীয় স্থানে থাকা বিএনপির প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ২২২ ভোট।

চতুর্থ স্থানে থাকা আওয়ামী লীগের প্রার্থী রুহেল আহমদ পেয়েছেন মাত্র ১ হাজার ১৭৫ ভোট।

এ পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী ৯টি কেন্দ্রর মধ্যে ৬টিতেই একশ’র কম ভোট পেয়েছেন। বাকি তিনটিতে ১৮৩, ১৯০ ও ৪৬৪ ভোট পান তিনি।

গোলাপগঞ্জে বর্তমান মেয়র আমিনুল ইসলাম রাবেলই পুনরায় জয় পেয়েছেন। এবারের আগের নির্বাচনে তিনি নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছিলেন। এবার মনোনয়ন না পেয়ে বিদ্রোহ করে স্বতন্ত্র প্রার্থী হন তিনি।

বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ