Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-01-30T06:04:22Z
গোলাপগঞ্জলিড নিউজ

গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে নারী ভোটারদের দীর্ঘ লাইন

বিজ্ঞাপন

স্টাফ রিপোর্ট : সিলেটের গোলাপগঞ্জ পৌরসভায় শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে। শনিবার(৩০ জানুয়ারি ) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এদিকে পৌরসভার ৮ নং ওয়ার্ডের ভোট কেন্দ্র কোয়ালিটি স্কুল ও ৯নং ওয়ার্ডের সৈয়দ তানভীর হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রগুলোতে ঘুরে দেখা যায়, ভোটারদের দীর্ঘ লাইল। বিশেষ করে পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি খুুুবই বেশী।

গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রুহেল আহমদ নৌকা প্রতীক নিয়ে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন ধানের শীষ প্রতীক নিয়ে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান মেয়র আমিনুল ইসলাম রাবেল জগ প্রতীক নিয়ে এবং সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু মোবাইল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে সকাল সাড়ে ৯টায় পৌরসভার ২নং ওয়ার্ড ফুলবাড়ি ২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান করেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রুহেল আহমদ।

সকালে ১০টায় ৯নং ওয়ার্ডের সৈয়দ তানভীর হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষের প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন ও সকাল সাড়ে ৮টায় বিদ্রোহী মেয়রপ্রার্থী ও বর্তমান মেয়র আমিনুল ইসলাম রাবেল পৌরসভার ৫নং ওয়ার্ড দাড়িপাতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু ৭নং ওয়ার্ডের রনকেলী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন।

এদিকে ভোট গ্রহণ সুষ্ঠুভাবে চলছে বলে জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা, উপজেলা নির্বাচন অফিসার সাঈদুর রহমান। তিনি বলেন, নির্বাচন শান্তিপূর্ণ ভাবে শেষ হবে। নির্বাচনে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক সর্তক রয়েছে।

গোলাপগঞ্জ পৌর নির্বাচনে ৪জন মেয়র প্রার্থীর পাশাপাশি সংরক্ষিত ১০জন মহিলা কাউন্সিলর প্রার্থী ও ৪৭জন সাধারণ কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে মোট ২২ হাজার ৯শ ১৬ জন ভোটার রয়েছেন। পুরুষ ভোটার ১১ হাজার ৬শ ৯৪ জন এবং মহিলা ভোটার ১১হাজার ৩শ ১৯ জন।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ