Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-01-31T17:47:53Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে আমিনুল ইসলাম রাবেল আবারও মেয়র নির্বাচিত হওয়ায় মিষ্টি বিতরণ

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: সিলেটের গোলাপগঞ্জে অনুষ্টিত পৌর নির্বাচনে আমিনুল ইসলাম রাবেল দ্বিতীয় বারের মত মেয়র নির্বাচিত হওয়ায় এলাকায় মিষ্টি বিতরণ করা হয়েছে। রোববার রাতে পৌর শহরের চৌমূহনীতে এ মিষ্টি বিতরণ করে টিকরবাড়ীস্থ রাবেল সমর্থক গোষ্ঠী।

জানা যায়, শনিবার গোলাপগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদে সর্বোচ্চ ভোটে দ্বিতীয় বারের মত মেয়র নির্বাচিত হন আমিনুল ইসলাম রাবেল। তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল ৫হাজার ৮শ’ ৫১টি। আর সর্বনিম্ন ভোট পান আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোঃ রুহেল আহমদ নৌকা প্রতীকে ভোট পেয়েছেন মাত্র ১হাজার ১শ’ ৭৫টি। আার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ’লীগের অপর বিদ্রোহী প্রার্থী জাকারিয়া আহমদ পাপলু (মোবাইল ফোন) পেয়েছেন ৪হাজার ৫শত ৪৮ ভোট এবং ধানের শীষ প্রতীকের গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন পেয়েছেন ৪হাজার ২শ’ ২২ভোট পেয়ে তৃতীয় হন। 

এদিকে আমিনুল ইসলাম রাবেল মেয়র নির্বাচিত হওয়ার পর তার সমর্থক গোষ্ঠীর মধ্যে বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা। তারা বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করার পাশাপাশি রোববার রাতে মিষ্টি বিতরণ করেছেন। পৌর শহরের চৌমূহনীতে এ মিষ্টি বিতরণের সময় উপস্থিত ছিলেন নব নির্বাচিত মেয়র আমিনুল ইসলাম রাবেল, নজরুল ইসলাম, মুবশশ্বির আলী, আবুল হোসেন বাদশা, আব্দুল বাছিত, সাঈদ আহমদ, সাইফুল, অপু আহমদ, ছাইফ খান, সাইফুল আলম, সাহেদ আহমদ, সেলিম আহমদ, মোবাইন আলী, ছামাদ আহমদ, মুন্না আহমদ, মোয়াল্লিম আলী, সাদ্দাম আহমদ, ওয়াদুদ আহমদ ও সাঈদ আহমদ প্রমুখ।

বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ