বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: হৃদরোগে আক্রান্ত হয়ে গত (৩০ ডিসেম্বর) থেকে অসুস্থ গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক, জিবি ডাক এর সম্পাদক ও প্রকাশক আকবর আলী ফখর।
আজ মঙ্গলবার (১২ জানুয়ারি) তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওয়েসিস হসপিটাল থেকে ঢাকা হার্ট ফাউন্ডেশন হসপিটালে প্রেরণ করা হয়েছে।
ফুলবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ময়নুল হক রনি জানান, গত ১২ ডিসেম্বর থেকে তিনি অসুস্থ। প্রথমে ওনাকে সিলেটের বেসরকারি হসপিটালে চিকিৎসা করানো হয়। এরপর কিছুটা সুস্থতা বোধ করলে বাড়িতে নিয়ে আসা হয়। আজ শরীর খারাপ করলে আবার থাকে সিলেটের ওয়েসিস হসপিটালে নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চিকিৎসকেরা ঢাকায় প্রেরণ করেন।
আকবর আলী ফখর সকলের কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।