Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: রবিবার, ৩ জানুয়ারী, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-01-02T18:55:28Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচন: আজ প্রার্থীদের ভাগ্য নির্ধারণ

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জ পৌরসভার নির্বাচন আগামি ৩০ জানুয়ারি অনুষ্টিত হবে।  এর আগে গত বুধবার ও বৃহস্পতিবার মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন।  
গোলাপগঞ্জ পৌরসভায় মেয়র পদে ৪ জন, সাধারণ সদস্য পদে ৪৭ জন ও সংরক্ষিত নারী ওয়ার্ডে ১০ সদস্যসহ মোট ৬১ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।

আজ রোববার (৩ জানুয়ারি) সকালে সকল প্রার্থীদের মনোনয়ন বাছাই করা হবে। মেন্দিবাগস্থ সিলেট জেলা নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌরসভার মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে।

নির্বাচন সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, বাছাইয়ের সময় অনেকের প্রার্থীতা বাতিল হয়ে যায়। ‘প্রার্থীর নামে ফৌজদারি মামলা থাকলে বা প্রার্থী যদি কোনো তথ্য গোপন করেন তাহলে তার প্রার্থিতা বাতিল হতে পারে। প্রার্থী অভিযুক্ত আসামী হলে বা ঋণ খেলাপি হলেও তার প্রার্থিতা বাতিল হতে পারে। এমনকি প্রার্থী যদি মনোনয়ন পত্রে ভুলবশতঃ স্বাক্ষরও না দেন, তাহলেও তার বাদ পড়ার সম্ভাবনা থাকে’। এছাড়া অনেক প্রার্থীর প্রস্তাবক ও সমর্থকের ভূলের কারণে প্রার্থীতা বাতিল  হয় বলে জানা গেছে।

সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ফয়সল কাদের বলেন, নিয়মানুযায়ী প্রার্থীদের মনোনয়ন বাছাই হবে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে। এ জন্য রবিবার (৩ জানুয়ারি) গোলাপগঞ্জ পৌরসভার  প্রার্থীদের সাথে জকিগঞ্জ পৌরসভার প্রার্থীরাও আসবেন। তিনি বলেন, সকালে গোলাপগঞ্জের ও বেলা ২টা পর জকিগঞ্জের প্রার্থীদের মনোনয়ন বাছাই করা হবে। তবে কোন প্রার্থী যদি অসুস্থ হন তাহলে তার প্রস্তাবক ও সমর্থক কেবল উপস্থিত থাকলেই চলেব।

উল্লেখ্য, মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ১০ জানুয়ারি ও ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে নির্বাচন।

বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ