Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-01-04T21:09:52Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বিজ্ঞাপন

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। সোমবার( ৪ জানুয়ারি) সন্ধ্যায় পৌরসভা প্রাঙ্গণে বাংলাদেশ ছাত্রলীগ গোলাপগঞ্জ উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগের সভাপতি, পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল।

তিনি তার বক্তব্যে বলেন, ছাত্রলীগ আমাদের দেশের প্রতিটি রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। দেশের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন, স্বৈরাচারবিরোধী আন্দোলন- যেকোনো আন্দোলনই যদি আমরা দেখি সব থেকে বেশি রক্ত দিয়েছে, শহীদ হয়েছে আমাদের ছাত্রলীগের নেতাকর্মীরা। অন্য কোনো দলে এটা খুব বেশি পাওয়া যাবে না, আমাদের ছাত্রলীগে সব থেকে বেশি। ছাত্রলীগের পুরনো ঐতিহ্যকে ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজে করে যেতে হবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়ছল আহমদ চৌধুরী, আমুড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরান হোসেন, যুবলীগ নেতা ফখরুল ইসলাম, জেলা যুবলীগ নেতা আসাদ উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের জনশক্তি বিষয়ক সম্পাদক আকবর হোসেন লাবলু, যুবলীগ নেতা আব্দুল হেকিম, সেলিম উদ্দিন, ফখর উদ্দিন, মুজিব আহমদ, কবির আহমদ, জাকির আহমদ, দেলোয়ার হোসেন, সামছুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি কামনার আহমদ , ছাত্রলীগ নেতা সাকিল হোসেন, রাশেদ আহমদ, নাজির আহমদ, সাবের হোসেন নয়ন , সাইফুল হোসেন, সৈয়দ তানকভীর, আবু তাহের শুভ, সাহেদ আহমদ, জাকির আহমদ, হাবিব আহমদ, মুরশেদ আহমদ, ড্যানি আহমদ, জুয়েল আহমদ, ইমরান আহমদ, জাহিদ আহমদ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ