বিজ্ঞাপন
স্টাফ রিপোর্ট : বিয়ানীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে তিনটি আগ্নেয়াস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় উপজেলা সদরের পল্লিবিদ্যুৎ অফিসের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করে বিয়ানীবাজার থানা পুলিশ। গ্রেফতাররা হলেন, মৌলভীবাজারের কমলগঞ্জ থানার কাটাবিল গ্রামের মৃত মদরিছ মিয়ার ছেলে ইসলাম মিয়া (২৮), সিলেটের বিয়ানীবাজার থানার বাঙ্গালহুদা গ্রামের খলিলুর রহমানের ছেলে হোসেন আহমদ (৩০) ও একই থানার নয়াগ্রামের মালু হোসেনের ছেলে সাইরুল ইসলাম (৩৫)।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লুল রায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারের কাছ থেকে ওয়ান স্যুটার দুটি, পিস্তল একটি, ১৪ রাউন্ড কার্তুজ, গ্রিল ও তালা কাটার যন্ত্র, তিনটি রামদাসহ বিপুল পরিমাণ ডাকাতি কাজে ব্যবহৃত অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারদের বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।