বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : সিলেট থেকে মৌলভীবাজার-শ্রীমঙ্গল রুটে ও হবিগঞ্জ রুটে চালু হলো বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) বাস সার্ভিস। মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে এই দুই রুটের বাস সার্ভিসের উদ্বোধনের করা হয়। এদিকে বিআরটিসির এসি বাস সার্ভিস চালুর সাথে সাথে ভাড়া নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন কর্তৃপক্ষ।
বিআরটিসি সিলেট ডিপো সূত্রে জানা যায়, সিলেট-মৌলভীবাজার-শ্রীমঙ্গল ও সিলেট-হবিগঞ্জ রুটে প্রতিদিন ৬টি করে মোট ১২টি গাড়ি চলবে। বাসগুলো ছাড়বে সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল কদমতলী থেকে। তবে প্রথম পর্যায়ে এই দুইরুটে দুইটি করে মোট চারটি গাড়ি চলাচল করবে। পরবর্তীতে এই রুটে একে একে করে মোট ১২টি গাড়ি চলাচল করবে বলেও বিআরটিসি সিলেট ডিপো সূত্র জানায়। প্রাথমিক অবস্থায় চালু হওয়া সবগুলো বাসই শীততাপ নিয়ন্ত্রিত।
এদিকে সিলেট-মৌলভীবাজার-শ্রীমঙ্গল রুটের ভাড়া যথাক্রমে ২৩৫ টাকা (শ্রীমঙ্গল) ও ১৮০ টাকা (মৌলভীবাজার) এবং সিলেট-হবিগঞ্জ রুটের এসি গাড়ির ভাড়া ২৭৭ টাকা। তবে শীতকালীন সিলেট-হবিগঞ্জ রুটের এসি বাসের ভাড়া নেয়া হবে ১৮০ টাকা ও মৌলভীবাজারে ১৪০ থেকে ১৬০ টাকা ও শ্রীমঙ্গল পর্যন্ত ১৭০ থেকে ১৮০ টাকা পর্যন্ত নেয়ার পরিকল্পনা রয়েছে বিআরটিসি কর্তৃপক্ষের।
তবে এ ভাড়া পরিবর্তন যোগ্য জানিয়ে বিআরটিসি সিলেট ডিপোর অপারেশন ম্যানেজার জুলফিকার আলি সিলেটটুডে টোয়েন্টিফোরকে জানান, যেহেতু বর্তমানে শীতকাল তাই এসি বাস সার্ভিসের ভাড়া কিছুটা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। পরবর্তীতে এই রুটগুলোতে নন এসি বাস আসলে তখন এসি আর নন এসি বাসের ভাড়া নির্ধারণ করা হবে। তবে বর্তমানে এসি গাড়িই চলবে এই দুই রুটে।
প্রসঙ্গত, মঙ্গলাবার সকালে পরাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) পরিচালক নুর মোহাম্মদ মজুমদার, অতিরিক্ত সচিব ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) পরিচালক মো. এহছানে এলাহী, মৌলভীবাজারের জেলা প্রশাসক (ডিসি) নাজিয়া শিরিন ও সিলেট সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনকে সাথে নিয়ে বাস সার্ভিসের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।