বিজ্ঞাপন
কথা কাব্য
কামরুন্নাহার চৌধুরী শেফালী
মানুষ মোরা মহান জাতি,
মানুষ হইলো মহান।
মানুষের মাঝে পাই যে মোরা,
মানব প্রেমের ঘ্রাণ।
তোমার কথায় থাকেনা যেনো,
দুঃখ রাশি রাশি ।
তোমার কথার শক্তি সাহসে,
দুঃখী হাসিবে সুখের হাসি ।
তুমি হয়তো ঐশ্বর্য মোড়ানো,
বিলাস বহুল হয়তো পাঁচ তলায়।
গরিব কিন্তু গভীর ভালোবাসা বুকে,
ঘুমাবে কুঁড়ে ঘরে বা গাছ তলায়।
সুখী তুমি প্রেমহীন ভালোবাসা হীন,
দেহেআছে মোলায়েম সুখের চাদর গায়,
গরিবের কিন্তু গভীর ভালোবাসা বুকে
সুখের নিদ্রায় যায়।
শত শ্রম করে ঝরাচ্ছে ঘাম,
সুখ দুঃখের নাই কোনো প্রতিবাদ।
সুস্থ শরির সুন্দর জীবন,
ভোরের শিশিরের মত সজিব,
নাই অপবাদ ।
সুস্থ জীবন হোক হে নিঃপ্রাণ ডায়মন্ড জাতি,
সজিব সুন্দর জীবন করো সুধি তোমরা,
জ্বলে উঠবে তুমার ভালোবাসার প্রদীপ বাতি।