বিজ্ঞাপন
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে মুক্তিযুদ্ধের স্মৃতি স্মরণে প্রায় ১২ লাখ টাকা ব্যয়ে নির্মিত বীর সৌধের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে নবনির্মিত বীর সৌধের উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।
এ সময় তিনি বলেন, সিলেটে প্রথম উপজেলা পর্যায়ে বীর সৌধ নির্মাণ করা হয়েছে। ভবিষ্যতে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগীদের সম্মানে প্রতিটি উপজেলায় সরকারিভাবে স্মৃতিসৌধ নির্মাণ করা হবে।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক রফিক আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপমা দাস, গোলাপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সফিকুর রহমান, উপজেলা কৃষি অফিসার খায়রুল আমিন, মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম, সমাজসেবা অফিসার নুরুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা আক্তার, সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি ও গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান চৌধুরী, সাংবাদিক অজামিল চন্দ্র নাথ, ইউনুস চৌধুরী, জাহেদুর রহমান জাহেদ, কাউন্সিলর জালাল আহমদ জানাল, এম ফজলুল আলম, মনোওয়ারা ফেরদৌস, জেলা ছাত্রলীগের সাবেক নেতা হোসেন আহমদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম দস্তগির খান ছামিন, সভাপতি মঞ্জিল আহমদ, সাধারণ সম্পাদক আলী হোসেন প্রমুখ।
পরে জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম উপজেলা অডিটোরিয়ামের সৌন্দ্যর্যবর্ধনের কাজ ও উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নে ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন।