Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
সর্বশেষ সংষ্করণ 2020-12-12T06:54:09Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জের ফুলবাড়ি ইউপিতে স্মার্ট কার্ড বিতরণ শুরু

বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নে আজ (শনিবার) থেকে স্মর্ট কার্ড বিতরণ শুরু হয়েছে।

ফুলবাড়ি ইউনিয়নের রফিপুর মুহিবুর রহমান চৌধুরী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে স্মার্ট কার্ড বিতরণের মাধ্যমে শুরু হয়েছে পুরা ইউনিয়নে কার্ড বিতরণ।

মুহিবুর রহমান চৌধুরী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এদিন হিলালপুর গ্রামের ১২৯৪টি, নয়াবাড়ী গ্রামের ১৭৮টি এবং নয়াবাড়ী কটারপাড় গ্রামের ১৫৮টি কার্ড বিতরণ করা হবে।

একই কেন্দ্রে ১৩ ডিসেম্বর রোববার উত্তর মাইজভাগ এলাকার ১৬৮৫ টি কার্ড বিতরণ করা হবে। সবাইকে স্বাস্থ্য বিধি মেনে কার্ড গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া ফুলবাড়ি ইউনিয়নের কিসমত মাইজভাগস্থ বরায়া উচ্চ বিদ্যালয় থেকে কার্ড বিতরণ করা হবে। সেখানে ১৪ ডিসেম্বর মছকাপুর গ্রামের ৮৩৪টি, নিজতফা গ্রামের ৩৩০টি কার্ড বিতরণ করা হবে।

১৫ ডিসেম্বর কায়স্থগ্রাম গ্রামের ১৩৮৬টি, নওয়াগাও গ্রামের ১৪০টি, উমাপতি গ্রামের ৯১টি, মশাহিদ হাটি গ্রামের ২৩১টি, সাতঘরি গ্রামের ২৯২টি এবং লরিফর গ্রামের ৫৬৫টি কার্ড বিতরণ করা হবে।

১৭ ডিসেম্বর একই কেন্দ্র বরায়া উচ্চ বিদ্যালয়ে শুকনা গ্রামের ৬২২টি, ঘনশ্যাম গ্রামের ৩৭৪টি, লামাপাড়া গ্রামের ২২৮টি, এওলাটিক গ্রামের ৪৫০টি, নওয়া পাড়া গ্রামের ২৯৯টি, ফুলবাড়ি (মিরাপাড়া) এর ৩৯৩টি কার্ড বিতরণ করা হবে ।

১৯ ডিসেম্বর কিসমত মাইজভাগ গ্রামের ১৭৭১ টি এবং ফুলবাড়ি (দক্ষিণপাড়া) গ্রামের ৮৫১টি কার্ড বিতরণ করা হবে। ২০ ডিসেম্বর ফুলবাড়ি (পালপাড়া) গ্রামের ১১২টি এবং ফুলবাড়ি (উত্তর) গ্রামের ২০২২টি স্মার্ট কার্ড বিতরণ করা হবে।

পরবর্তিতে ২১ ডিসেম্বর থেকে আমুড়া এবং ২৯ ডিসেম্বর থেকে গোলাপগঞ্জ সদর ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।

উল্লেখ্য, করোনা পরিস্থিতির কারণে স্মার্ট কার্ড বিতরণ স্থগিত ছিল।


বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ