বিজ্ঞাপন
স্টাফ রিপোর্টার : ঐতিহ্যের সমৃদ্ধ এক জনপদের নাম ঢাকাদক্ষিণ। সিলেটের তরল সোনায় মথিত গোলাপগঞ্জ উপজেলার ঠিক মধ্যখানে কুশিয়ারা, কাকেশ্বরী আর কুড়া নদীর কোল ঘেষে গড়ে ওঠেছে সিলেটের প্রাচীন ব্যবসাকেন্দ্র ঢাকাদক্ষিণ ইউনিয়ন।
আজ ১১ ডিসেম্বর ১৯৭১ সালের এই দিনে পাক হানাদারদের কাছ থেকে ঢাকাদক্ষিণকে মুক্ত ঘোষণা করেছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা। সেইসাথে অন্তর্ভুক্ত হয় স্বাধীন বাংলাদেশের অংশ হিসেবে।
১৯৭১ সালের এই দিনে ঢাকাদক্ষিন মুক্ত হয়েছিলো ঠিকই কিন্ত, শেষ মুহুর্তে ঝরে যায় আরও একটি তরতাজা প্রাণ।
পাক হানাদার বাহিনী ও এক রাজাকারের নেতৃত্বে প্রাণ দিতে হয় এমসি কলেজের অধ্যয়নরত ছাত্র ছানুহর আলী (ছানুহর)। ঢাকাদক্ষিন মোগলাবাজার সড়কের মুকিতলা সালাম গাঁর স্মৃতি সৌধের ঠিক বিপরীতে তাঁর বাড়ী থেকে মাত্র কয়েক গজ দূরেই তাঁকে হত্যা করা হয়।
এ হত্যার পর ঢাকাদক্ষিণ ইউনিয়নের সালাম গাঁয় প্রতিষ্ঠিত হয় স্মৃতি সৌধ।
উল্লেখ ২০১২ সালের ১১ই ডিসেম্বর ঢাকাদক্ষিণ সাহিত্য-সংস্কৃতি পরিষদ নামক সংগঠনের উদ্যোগে প্রথবারের মত পালিত হয় ঢাকাদক্ষিণ পাকিস্তান মুক্ত দিবস। এরপর থেকে বিভিন্ন দল-সংগঠন এই দিবসটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করে আসছে।