Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
সর্বশেষ সংষ্করণ 2020-12-10T10:24:41Z
গোলাপগঞ্জলিড নিউজসিলেট

ব্যক্তি-প্রতিষ্ঠানের ভুয়া সিল বানিয়ে প্রতারণা, গোলাপগঞ্জের একজন সহ আটক ৩

বিজ্ঞাপন


নিজস্ব প্রতিবেদক:  সিলেটে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও উচ্চ পদস্থ ব্যক্তির ভুয়া সিল বানিয়ে প্রতারণা করার দায়ে গোলাপগঞ্জের একজন সহ তিন প্রতারককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার বিএম আশরাফ উল্ল্যাহ তাহের এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকৃতরা হলেন, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পূর্ব মদনগৌরি গ্রামের জমির আলীর ছেলে মুজিবুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলার তুরুকখলা গ্রামের দুদু মিয়িার ছেলে ইসলাম উদ্দিন ও একই উপজেলার সিলাম তেলিপাড়া গ্রামের লালা মিয়ার ছেলে রাসেল মিয়া।

পুলিশ জানায়, বুধবার বিকেলে নগরের তালতলাস্থ সুরমা মার্কেটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্যক্তির নামের ৩৮ টি সিল উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানান, আটক তিন যুবক বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তাদের নাম পদবি ব্যবহার করে ভুয়া সিল বানিয়ে সাধারণ লোকজনের সঙ্গে প্রতারণা করে আসছিলো। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ তাদেরকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন থানার ওসি, ডিউটি অফিসার, পাসপোর্ট অফিস, ডিসি অফিস, অ্যাডভোকেট, ব্যাংক কর্মকর্তাসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তব্যরত কর্মকর্তাদের নামাঙ্কিত ৩৮ টি সিল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগার পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ