শুক্রবার, 4 এপ্রিল 2025

Advertisement (Custom)

প্রকাশিত: শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
সর্বশেষ সংষ্করণ 2020-12-17T21:00:00Z
গোলাপগঞ্জ

প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে বঙ্গবন্ধু সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নের পথে- সরওয়ার হোসেন



নিজস্ব প্রতিবেদক : কানাডা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেন বলেছেন,  যাদের ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি সেই সূর্য সন্তানদের বাঙালী জাতি কখনো ভুলবেনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা পর এ দেশটাকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলার চেষ্টা করেছিলেন। বঙ্গবন্ধুর এ স্বপ্ন যাতে বাস্তবায়িত না হয় এজন্য স্বাধীনতা বিরোধীরা তাকে বাঁচতে দেয়নি।  কিন্তু বঙ্গবন্ধুর যোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা  সেই স্বপ্নকে বাস্তবায়নে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন।  তাঁর যোগ্য নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নের পথে।  বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। শিক্ষা, যোগাযোগ, চিকিৎসা সহ সর্ব ক্ষেত্রে বাংলাদেশ উন্নতি লাভ করেছে। বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখে গেছে। তিনি  বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় গোলাপগঞ্জের আমুড়া ইউনিয়নে মহান বিজয় দিবস উপলক্ষে প্রবাসী ফাউন্ডেশন সুন্দিশাইলের উদ্যোগে  আয়োজিত আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। 

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় কোন দেশের সাহায্য ছাড়াই আজ পদ্মা সেতু দৃশ্যমান। আজ বঙ্গবন্ধু স্যাটেলাইট  
বিজ্ঞাপন
বিশিষ্ট ব্যবসায়ী আখতার হোসেন সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ ওয়াদুদ এমরুলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ড. সৈয়দ মকবুল হোসেন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের গর্ভনিং বডির সভাপতিফখরুল ইসলাম, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুহেল আহমদ সাহেল, আমুড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরান আহমদ, সিলেট জেলা যুবলীগ নেতা সাজলু লষ্কর, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আজিজ রাসেল, সুন্দিশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি গোলাম মস্তফা, সুন্দিশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরে আলম সিদ্দিকী, প্রবাসী জাকির আহমদ, স্বাগত বক্তব্য রাখেন সাব্বির আহমদ তন্ময়,  নাবিল আহমদ।

অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন আমুড়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ফয়ছল আহমদ,  তুরন তালুকদার, আমুড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জাবের, সাবেক সাংগঠনিক সম্পাদক কাওছার আহমদ প্রমুখ।           

আলোচনা সভা শেষে বিজয় দিবস উপলক্ষে প্রবাসী ফাউন্ডেশন সুন্দিশাইলের উদ্যোগে  আয়োজিত ৩দিন ব্যাপি বিভিন্ন খেলাধুলায় বিজয়িদের হাতে পুরস্কার  তুলে দেওয়া হয়। 

এছাড়াও ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় অসুস্থদের মধ্যে আর্থিক অনুদান প্রদান করা হয়।

বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ