Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
সর্বশেষ সংষ্করণ 2020-12-24T18:27:04Z
গোলাপগঞ্জ

যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশী হিসেবে কাউন্সিল এইড হলেন গোলাপগঞ্জের ইমরান

বিজ্ঞাপন

গোলাপগঞ্জ প্রতিনিধি: প্রথম বাংলাদেশী হিসেবে যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের প্যাটারসন সিটির আমেরিকান কাউন্সিল এইড হলেন বাংলাদেশি বংশোদ্ভূত সিলেটের গোলাপগঞ্জের কৃতি সন্তান, প্যাটারসন সিটির কমিশনার ইমরান হোসাইন।  গত ২১ আগস্ট নিয়োগ দেন কাউন্সিলম্যান গিলমান চৌধুরী।

এছাড়াও একই অনুষ্ঠানে আমেরিকান বংশোদ্ভূত হিসেবে কাউন্সিল এইড হিসেবে নিয়োগ লাভ করেন এভলাইন পেনা । 

এসময় উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র ফেরদৌস হুসাইন, সিটি মেয়র আন্ড্রে সাইয়েগ, কাউন্সিল প্রেসিডেন্ট  ফ্লাভিও রেভেরা, ভাইস প্রেসিডেন্ট ড. লিসা মিমস, কাউন্সিলম্যান রুবি কাটন, ড. মেলিসা বড়াল্ট, কমিশনার ইমরান হোসাইনের স্ত্রী নাজমা হোসাইন সহ গণ্যমান্য  ব্যক্তিবর্গ  উপস্থিত  ছিলেন ।

ইমরান আহমদ গত বছরের ২৫ জুলাই যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের প্যাটারসন সিটির কমিশনার হিসেবে শপথগ্রহণ করেন। আমেরিকায় উচ্চ শিক্ষিত ইমরান হোসেন গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়নের গাঘুয়া গ্রামের মৃত  হাজী চেরাগ আলী হোসাইনের পুত্র।  

এছাড়াও ইমরান হোসাইন নিউ জার্সি আওয়ামীলীগ যুবলীগের ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ আমেরিকান কাউন্সিল অফ নিউ জার্সির যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ আমেরিকান স্পোর্টস লীগের ভাইস প্রেসিডেন্ট এবং নিরাপদ সড়ক চাই নিউ জার্সি শাখার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ