বিজ্ঞাপন
মুখ নিয়ে বেশিরভাগ মানুষই খুব বেশি সতর্ক। নাক হচ্ছে মানুষের মুখমণ্ডলের অন্যতম অংশ। আর এই নাকেই জমতে শুরু করে ব্ল্যাকহেডস। এর ফলে নাকে কালো দাগ পড়ে যায়। যা দেখতে খুবই বিশ্রি দেখায়।
এই সমস্যায় কেবন নারীরাই নয়, অনেক পুরুষও ভোগেন। তবে জানেন কি? নাকের ত্বকের যত্ন নিতে আপনার হাতের নাগালেই রয়েছে সব উপকরণ। চলুন তবে জেনে নেয়া যাক কীভাবে ঘরোয়া দুই উপায়ে ব্ল্যাকহেডস দূর করবেন-
মধু - মধু একটি উচ্চ ওষুধিগুণ সম্পন্ন একটি ভেষজ তরল। ভেষজ পদ্ধতিতে রূপচর্চায় মধু অপরিহার্য। চলুন জেনে নেয়া যাক মধু দিয়ে কীভাবে ব্ল্যাকহেডস দূর করবেন।
>> মুখে ব্ল্যাকহেডস আক্রান্ত অংশে ভালো করে মধু মাখিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এই মধু ত্বককে কোমল রাখে আর লোমকূপকে সংকুচিত রাখে। ফলে ব্ল্যাকহেডস নিয়াময় হয়, নতুন ব্ল্যাকহেডসও হয় না।
হলুদ - ব্ল্যাকহেডস দূর করতে কার্যকর ভূমিকা রাখে অসাধারণ ওষুধিগুণসম্পন্ন হলুদ। চলুন জেনে নেয়া যাক ব্ল্যাকহেডস’র সমস্যা দূর করতে হলুদের ব্যবহার।
>> পুদিনা পাতার রস করে নিন। এর মধ্যে গুঁড়া হলুদ বা বাটা হলুদ দিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। এবার এই মিশ্রণ ব্ল্যাকহেডস আক্রান্ত জায়গাগুলোতে মাখিয়ে দিন। শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিন।
>> এছাড়া হলুদ, চন্দনের গুঁড়া এবং কাঁচা দুধ দিয়ে ঘন করে মিশ্রণ তৈরি করে নিন। এই মিশ্রণ ব্ল্যাকহেডস আক্রান্ত স্থানে মাখিয়ে অন্তত ১০ মিনিট রাখুন। এবার পানি দিয়ে ধুয়ে নিন।
এই মিশ্রণ সপ্তাহে অন্তত দুই-তিনবার ব্যবহার করলে ব্ল্যাকহেডস’র সমস্যা দূর হবে।