Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
সর্বশেষ সংষ্করণ 2020-12-20T10:36:57Z
বিয়ানীবাজার

বিয়ানীবাজারে বিদেশি মদ, গাঁজা ও ইয়াবাসহ আটক ২

বিজ্ঞাপন
বিয়ানীবাজার প্রতিনিধি: বিয়ানীবাজার উপজেলায় বিদেশী অফিসার্স চয়েজ মদ, গাঁজা ও ইয়াবা সহ দুই জনকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (১৯ই ডিসেম্বর) রাতে বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উপজেলার পশ্চিম নিদনপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বিয়ানীবাজার থানার এসআই মোঃ জাফর আলম এর নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার পশ্চিম নিদনপুর গ্রাম থেকে ১০ বোতল ভারতীয় মদ ও ১০০ গ্রাম গাঁজা সহ শফিকুর রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। সে বিয়ানীবাজার উপজেলার ৯ নং মোল্লাপুর ইউনিয়নের পশ্চিম নিদনপুর গ্রামেরমৃত হারিছ আলীর ছেলে।

অপরদিকে পৃথক আরও একটি অভিযানে বিয়ানীবাজার এসআই মো: শাহ আলম ভূইয়ার নেতৃত্বে উপজেলার কাঁচাটুল গ্রামে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা সহ আব্দুল কুদ্দুছ (৩৭) কে আটক করে পুলিশ। আটকৃত আসামী বিয়ানীবাজারের কাচাঁটুল গ্রামের চান্দ আলীর ছেলে।

আটকের বিষয়টি নিশ্চিত করে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় বলেন, সিলেটের সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের দিক নির্দেশনায় সিলেট জেলাকে মাদকমুক্ত ও অপরাধমুক্ত করতে কাজ করছে পুলিশ। 

এরই অংশ হিসেবে বিয়ানীবাজার উপজেলাকে মাদকমুক্ত করতে থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১০ বোতল ভারতীয় অফিসার্স মদ, ১০০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী শফিকুর রহমান ও আব্দুল কুদ্দুছ নামে ০২ জনকে আটক করা হয়। আসামিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ