বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: সিলেটের সকল পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে বৃহত্তর সিলেট পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ৪৮ ঘন্টার পরিবহণ ধর্মঘট চলছে।
বুধবার (৯ ডিসেম্বর) সকাল থেকে সকল প্রকার পণ্য পরিবহনে ৪৮ ঘন্টার ধর্মঘট শুরু হয়।
এদিকে পণ্যপরিবহনে বাঁধা থাকা সত্বেও সড়কে গাড়ি নিয়ে বের হওয়ায় অন্য শ্রমিকদের বাঁধার মুখে পরতে হয়েছে পণ্য পরিবহনকৃত গাড়ির চালকদের। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিভিন্ন শাখার নেতৃবৃন্দসহ শ্রমিকরা সকাল থেকে রাত পর্যন্ত গাড়ি আটকিয়ে রাখছেন। ফলে রাস্তার পাশে শতশত গাড়ির দীর্ঘ লাইন তৈরি হয়েছে। কোনভাবেই তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে না। প্রচন্ড শীতের মধ্যে গাড়ি চালকদের কষ্ট পোহাতে হচ্ছে।
বিয়ানীবাজার থেকে ছেড়ে আসা পণ্যবাহী ট্রাক চালক রুহেল আহমদ বলেন, জানি না আজকে ধর্মঘট। জানলে বের হতাম না। গাড়িতে আলু-পেয়াজ রয়েছে। বেশি সময় থাকলে পেয়াজ পঁচে যেতে পারে।
শফিকুর রহমান নামের আরেকজন চালক বলেন, আজকে আর গাড়ি ছাড়বে না। সারাদিন থেকে এভাবে রাস্তার পাশে বসে আছি। ঠান্ডার মধ্যে সারারাত এভাবে থাকতে হবে।
গোলাপগঞ্জ ট্রাক-পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক শাখার সাধারণ সম্পাদক সায়েল আহমদ বলেন, পাথর কোয়ারি থেকে পাথর আহরণ বন্ধ থাকায় পাথর সংশ্লিষ্ট ১৫ লক্ষাধিক মালিক-শ্রমিক মানবেতর জীবন-যাপন করছেন। অনেকেই ব্যাংক ঋণে দেউলিয়া হয়ে পালিয়ে বেড়াচ্ছেন।
তিনি বলেন, জেলার নির্দেশ অমান্য করে যে সকল গাড়ি বের হয়েছে তাদেরকে আমরা আটকিয়ে রাখছি।