Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
সর্বশেষ সংষ্করণ 2020-12-10T08:39:49Z
গোলাপগঞ্জ

সিলেটে গৃহবধূ তামান্না হত্যার প্রতিবাদে গোলাপগঞ্জে পরিবহন শ্রমিকদের মানববন্ধন

বিজ্ঞাপন


গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট নগরীর উত্তর কাজীটুলায় স্বামীর হাতে খুন হওয়া গৃহবধূ তামান্না হত্যার প্রতিবাদে ও হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গোলাপগঞ্জে সর্বস্তরের পরিবহন শ্রমিকদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলার পৌর শহরের চৌমুহনীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গোলাপগঞ্জ মাইক্রোবাস শাখার সভাপতি মোঃ লায়েক আহমদের সভাপতিত্বে ও হাফিজ ক্বারী মইনুল ইসলাম আশরাফীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকলীগ গোলাপগঞ্জের সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম খাঁন, গোলাপগঞ্জ মাইক্রোবাস শাখার মেম্বার মোঃ মাসুম হাসনাত, গোলাপগঞ্জ বাজার বনিক সমিতির সদস্য কাওছার আহমদ, সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম । নিহতের পরিবারের পক্ষে বক্তব্য রাখেন নিহত তামান্নার মা হাফিজুন চৌধুরী, বড় বোন পান্না বেগম।

এসময় বক্তারা বলেন, তামান্না হত্যার এত দিন অতিবাহিত হয়ে গেলেও এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী তামান্না হত্যায় জড়িত প্রধান আসামী আল মামুনকে এখনো গ্রেফতার করতে পারেনি, তা আসলেই দুঃখজনক। বক্তারা অতিসত্বর তামান্না হত্যার মূলহোতা সহ সকল জড়িত গ্রেপ্তারের জোর দাবি জানান। অন্যতায় কঠিন কর্মসূচী দিতে বাধ্যহবেন বলেও হুশিয়ারি উচ্চারণ করেন তারা।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ