বিজ্ঞাপন
জিভয়েস২৪ ডেস্ক: সিলেটের কুমারগাঁও বিদ্যুত উৎপাদন কেন্দ্রের আগুন প্রায় ১ ঘণ্টা পর দুপুর সোয়া ১২ টায় নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন নিয়ন্ত্রণে এলেও সিলেট বিভাগে ফের কখন বিদ্যুত সংযোগ দেয়া হবে সে বিষয়ে কিছুই বলতে পারছেন না সংশ্লিষ্টরা।
একই সাথে আগুন লাগার কারণও তাৎক্ষনিক জানাতে পারেননি কর্তা ব্যক্তিরা। জানাতে পারেন নি প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণও। তবে দুটি ট্রান্সফরমার পুড়ে যাওয়ার কথা জানানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পিডিবির প্রধান প্রকৌশলী মোকাম্মেল হোসেন।
তিনি বলেন, একটি সাব গ্রেড থেকে আগুনের সূত্রপাত হয়ে পরে মূলগ্রেডে চলে যায়। তবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি এখনই বলা যাচ্ছে না।
এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে ১১ টা ২০ মিনিটের দিকে সিলেটের কুমারগাঁও বিদ্যুত উৎপাদন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এরপর ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিটের প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর দুপুর সোয়া ১২ টায় আগুন নিয়ন্ত্রনে আসে।