বিজ্ঞাপন
স্টাফ রিপোর্ট: গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে মৃত গরুর মাংস বিক্রির অভিযোগে এক মাংস বিক্রেতাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ কারাদন্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম ফয়ছল আহমদ (৫০)। সে উপজেলার উত্তর ঘোষগাঁও গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে।
জানা যায়, শুক্রবার সকালে উপজেলার ঢাকাদক্ষিণ বাজারে মৃত গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে স্থানীয় জনতা মাংসের দোকান ঘেরাও করে রাখে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে প্রাথমিকভাবে এর সত্যতা পায়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাংস বিক্রেতাকে মৃত গরুর পচাঁ মাংস বিক্রির অপরাধে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
জানা যায়, শুক্রবার সকালে উপজেলার ঢাকাদক্ষিণ বাজারে মৃত গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে স্থানীয় জনতা মাংসের দোকান ঘেরাও করে রাখে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে প্রাথমিকভাবে এর সত্যতা পায়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাংস বিক্রেতাকে মৃত গরুর পচাঁ মাংস বিক্রির অপরাধে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।