Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
সর্বশেষ সংষ্করণ 2020-09-01T16:13:51Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে মামলা করে প্রতিপক্ষের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে কৃষকের পরিবার

বিজ্ঞাপন

স্টাফ রিপোর্ট : গোলাপগঞ্জে প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা করে বাড়িঘর ছেড়ে প্রাণভয়ে পালিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন বারিক মিয়া নামের এক কৃষক পরিবার।

 প্রতিপক্ষ এই কৃষকের ছেলে আশিকুর রহমান (২৫) এর উপরও হামলাও চালিয়ে আহত করেছে। ঘটনাটি ঘটে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের পশ্চিম বারকোট গ্রামে। এরপর বারিক মিয়া থানায় একটি (মামলা নং ১৭/২০) দায়ের করেন। 

১৩ আগস্ট দায়ের করা এ মামলায় আসামী করা হয় পশ্চিম বারকোট গ্রামের মাসুম আহমদ (৪০), মঞ্জুর আহমদ (৪৫) ও সুমন মিয়া (৩০)কে। মামলা দায়েরের পর পুলিশ মঞ্জুর আহমদকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মামলার এজহার সূত্রে জানা যায়, উপজেলার

ঢাকাদক্ষিণ ইউনিয়নের পশ্চিম বারকোট গ্রামের কৃষক বারিক মিয়া দীর্ঘদিন থেকে তার পাশের বাড়ীর বাচ্ছু মিয়ার ফসলী জমি বর্গা নিয়ে চাষ করে আসছিলেন। হঠাৎ করে এ ভূমির ওপর দৃষ্টি পড়ে এলাকার মাসুম আহমদ ও মঞ্জুর আহমদসহ কয়েকজন লোকের। তারা এ ফসলী জমি থেকে তাদের ব্যক্তিগত রাস্তা ভরাট করতে ফসলী জমি থেকে জোরপূর্বক মাটি উত্তোলন করতে থাকেন। 

এতে বাধা দিলে তারা চরম ক্ষিপ্ত হয় কৃষক বারিক মিয়ার ওপর। তারা একেরপর এক তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণে মারার হুমকি দিতে থাকেন। এরপর ১২আগস্ট কৃষক বারিক মিয়ার ছেলের উপর হামলা করে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় মামলা করে এখন বাড়িঘর ছেড়ে অনত্র বসবাস করছেন এই কৃষক পরিবার।

এ ব্যাপারে ভুক্তভোগী কৃষক বারিক মিয়া জানান, থানায় মামলা করার পর আসামীরা একের পর এক মামলা তুলে নিতে হুমকি দিয়ে আসছে। মামলা না তুলে নিলে আমাদের বসতঘর পুড়িয়ে ফেলার হুমকি দিচ্ছে। আমরা ভয়ে বাড়ীঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। 

থানায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ