বিজ্ঞাপন
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জের বাদেপাশায় মাদক বিরোধ, আইন শৃংখলা রক্ষা,মাদক বিরোধী, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, কোভিট-১৯ ও সম্প্রসারিত বিট পুলিশিং সংক্রান্তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বাদেপাশা ইউনিয়ন পরিষদ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
কুশিয়ারা তদন্ত কেন্দ্রের ইনচার্জ সফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইন-চার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী বলেন, পুলিশ যে জনগনের বন্ধু তা করোনাকালে প্রমাণিত হয়েছে। করোনার শুরু থেকেই পুলিশ জনগণের পাশে রয়েছে৷
তিনি আরো বলেন, গোলাপগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করতে ইতিমধ্যে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করা হচ্ছে। আইনশৃংখলা রক্ষায়ও গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ সর্বদা সচেষ্ট রয়েছে। বাল্যবিবাহ রোধে কাজ করা হচ্ছে। আমরা যেখানেই বাল্যবিবাহের খবর পাচ্ছি শিগগিরই এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছি। এসব কাজে জনগণের পাশাপাশি জনপ্রতিনিধিদের সহযোগিতা করারও আহবান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাসেম।
এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর বাদেপাশা ইউপির চেয়ারম্যান মোঃ মোস্তাক আহমদ, শরিফগঞ্জ ইউপির চেয়ারম্যান এম এ মুমিত হিরা, ইউপি সদস্য এনামুল কবির (এনাম), ললায় মিয়া, আমিন আলী, ফখরুল ইসলাম, বুরহান উদ্দিন, আব্দুল আহাদ, উবাইদুল কবির, কবিরুল ইসলাম, কবির হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
,