বিজ্ঞাপন
নিজস্ব সংবাদদাতাঃ ইসলাম ধর্ম ও কোরআন নিয়ে কটুক্তি করায় ডিজিটাল নিরাপত্তা আইনে সিলেটের ফেঞ্চুগঞ্জে একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত যুবক উপজেলার নিজ ঘিলাছড়া গ্রামের রায় মনি বিশ্বাসের পুত্র রাধাকান্ত বিশ্বাস(২৮)। বুধবার (২৬ আগস্ট) সকালে তাকে আটক করে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ। একই গ্রামের রুবেল মিয়া বাদী হয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার দায়ে রাধাকান্ত বিশ্বাসের বিরুদ্ধে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, রাধাকান্ত বিশ্বাস (Radakantho Biswas) ‘হিন্দু বিবাহের শক্তি’ শিরোনামে ছবিযুক্ত একটি পোস্ট করেছেন। পোস্টে লেখা হয়েছে- ‘পৃথিবীর সকল ধর্মে বিবাহ একটা সেক্সুয়াল চুক্তি। কিন্তু হিন্দু ধর্মে বিবাহ একটা ব্রত, ধর্মানুষ্ঠান। ইসলাম ধর্মে কোরআনের কালেমা দ্বারা বিবাহ পড়ানো হয় কিন্তু ‘তালাক’ উচ্চারণ করলেই সব শেষ! কালেমার এই শক্তি! হিন্দু বিবাহে কোনো ‘তালাক’ নেই। এ থেকে কি প্রমান হয় না, কোরআনের আয়াতের চেয়ে বেদ মন্ত্রের শক্তি বেশি?
রাধাকান্ত বিশ্বাসের এই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়ে। ধর্মীয় অনুভূতিতে আঘাত করার কারণে ফেইসবুকে অনেকে এই পোস্টের তীব্র নিন্দা জানান।
মামলার বাদী রুবেল মিয়া বলেন, ইসলাম ধর্ম ও পবিত্র কোরআন নিয়ে কটুক্তি করায় ঈমানী দায়িত্ববোধ থেকে থানায় অভিযোগ করেছি।
এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ধর্মপ্রাণ মুসলমানদের আশ্বাস প্রদানের ২ ঘন্টার মধ্যে কটুক্তিকারী রাধাকান্ত বিশ্বাস’কে তাঁর বাড়ি থেকে আটক করা হয়েছে। আটককৃত যুবককে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।