Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২০
সর্বশেষ সংষ্করণ 2020-08-30T14:45:11Z
গোলাপগঞ্জসিলেট

বিএনপি-জামাত সরকার আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা করেছে : সরোওয়ার হোসেন

বিজ্ঞাপন

স্টাফ রিপোর্ট : কানাডা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক শুভ প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক সরওয়ার হোসেন বলেছেন, বঙ্গবন্ধুকে স্ব পরিবারে হত্যা করে ঘাতকরা মনে করেছিল এই বাংলার মাটিতে বঙ্গবন্ধুর আদর্শ আর থাকবেনা। কিন্তু বাংলার জনগণ আজকে এটা বুঝিয়ে দিয়েছে যে যতদিন বাংলাদেশ ও বাংলাদেশের মানচিত্র থাকবে ততদিন বঙ্গবন্ধু বেঁচে থাকবেন। বাংলার মানুষ বঙ্গবন্ধুকে হৃদয়ে লালন করে।

তিনি বলেন, পাকিস্তান প্রেমি বিএনপি-জামাত সরকার ক্ষমতায় থাকা অবস্থায় ত্রাসের রাজত্ব কায়েম করে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদের হত্যা করেছে। তাদের নেতা জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত ছিলেন। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রীকেও তারা বার বার হত্যার করার ষড়যন্ত্র করেছিল।

এত কিছু করার পরেও আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর আদালতের মাধ্যমে দোষীদের বিচার করেছে।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ জাতিকে কলঙ্কমুক্ত করেছেন৷ তিনি এই বাংলার মাটিতে বঙ্গবন্ধুর খুনীদের বিচার করেছেন। তিনি রাজাকারদেরও বিচার করেছেন এই বাংলার মাটিতে। বঙ্গবন্ধুর যোগ্য কন্যা শেখ হাসিনা আজ বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরেছেন। এদেশের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন।

তিনি শুক্রবার রাত ৮টায় জাতিয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাঘা ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে ও যুক্তরাজ্য সেচ্ছাসেবক লীগের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক মিছবাহ মাছুমের সার্বিক সহযোগিতায় আয়োজিত খতমে কোরান, দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

বাঘা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ মকছুছুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাঘা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সিলেট জেলা পরিষদের সদস্য সায়্যিদ আহমদ সুহেদ।

বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এনামুল হক নেপা, বাঘা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, দপ্তর সম্পাদক মিছবাহুল হক, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরান আহমদ, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলম আহমদ, বাঘা ইউনিয়ন যুবলীগ নেতা জাহাঙ্গীর আহমদ টিপু, নুরুল আমিন, সারোয়ার হোসেন। বক্তব্য রাখেন বাঘা ইউনিয়ন ছাত্রলীগ নেতা জুয়েল আহমদ বাদশা, জুয়েল আহমদ, জাবেদ আহমদ প্রমুখ।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ