Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
সর্বশেষ সংষ্করণ 2020-07-21T17:43:56Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জ সমিতি মিশিগানের পক্ষ থেকে ১১ টি ইউনিয়নে নগদ অর্থ বিতরণ

বিজ্ঞাপন

গোলাপগঞ্জ প্রতিনিধি: করোনা সংকটে থাকা গোলাপগঞ্জ সমিতি মিশিগানের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গোলাপগঞ্জ পৌর কনফারেন্স হলে উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রতিনিধিদের হাতে এ নগদ অর্থ বিতরণের জন্য তুলে দেওয়া হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল রাবেল।

তিনি তাঁর বক্তব্যে বলেন, করোনা সংকটে প্রবাসীরাও অনেক বিপদে রয়েছেন। তারপরও তারা দেশের অসহায় মানুষদের কথা চিন্তা করে পাশে দাঁড়াচ্ছেন। তিনি গোলাপগঞ্জ সমিতি মিশিগানের এমন উদ্যোগকে স্বাগত জানান।

মুক্তিযুদ্ধ মঞ্চ গোলাপগঞ্জ শাখার সভাপতি মাহমুদুল হাছানের পরিচালনায়
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান ফয়ছল, পৌর কাউন্সিলর রুহিন আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা সাকিল হোসেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গোলাপগঞ্জ উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক খায়রুল আহম, শামিম আহমদ, কাশেম সামি, ফাহিম আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ২৬৫ জন অসহায় পরিবারের মাঝে জনপ্রতি ১৫০০টাকা করে বিতরণের জন্য প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়।

আর্থিক সহায়তা প্রদানে সার্বিক সহযোগিতায় ছিলেন গোলাপগঞ্জ সমিতি মিশিগান, যুক্তরাষ্ট্রের সভাপতি বকুল তালুকদার, সাধারণ সম্পাদক সালেহ আহমদ বাদল, সাংগঠনিক সম্পাদক মোঃ সাবুল হোসেন, নজরুল ইসলাম, রাজু আহমদ তালুকদার, খালেদ হোসেন, শহিদুর রহমান চৌধুরী জাবেদ, শেরুজ্জামান কোরেশি জাহান, মোহাম্মদ হাফিজ, আব্দুল বাছিত, বদরুল ইসলাম, ফখরুল ইসলাম রুনু, জাবেদ আহমদ শিবলী, নাজির আহমদ, আফিকুল হক শামীম, ছয়ফুল আলম খান ছয়েফ, আবু নাসের খান জামাল, মিছবাহ উদ্দিন আহমদ, ছদরুল চৌধুরী, মামুন উদ্দিন সমছু, আফজালুর রহমান, মাছুদ চৌধুরী, জাকের চৌধুরী, ফয়েজ খান, মোয়াজ্জেম হোসেন, দেলোয়ার হোসেন খান, হেলাল আহমদ।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ