বিজ্ঞাপন
বিজ্ঞপ্তি: বিশিষ্ট সমাজসেবক ও কমিউনিটি ব্যক্তিত্ব, গ্রেটার সিলেট কাউন্সিলের অন্যতম প্রতিষ্ঠাতা কো-অর্ডিনেটর গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে’র অন্যতম সংবিধান প্রণেতা, প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা সালেহ আহমদ খাঁন এমবিই এর চাচা গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ফুলসাইন্দ গ্রামের বিশিষ্ট মুরব্বি আলী রাজা খাঁন বার্ধক্যজনিত কারণে গত ১৯ জুলাই রোববার মৃত্যুবরণ করেন।
ফুলসাইন্দ এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আলী রাজা খাঁনের মৃত্যুতে উনার নিজ এলাকার মানুষের পাশাপাশি লন্ডন বাঙালি কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া।
বাঙালি কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ উনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
গোলাপগঞ্জের যে সকল বিশিষ্ট ব্যক্তিবর্গ শোক প্রস্তাব করেন তাঁরা হলেন বিশিষ্ট কমিটি ব্যক্তিত্ব, রাজনীতিবিদ শামীম আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব আজমল হোসেন, সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের সভাপতি, লেখক গবেষক ফারুক আহমেদ, সাংবাদিক আব্দুল মতিন, কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল হাই, সিরাজুল ইসলাম, শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক হারুন মিয়া, বুধবারী বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন, কমিউনিটি ব্যক্তিত্ব মোঃ লোকমান উদ্দিন, দেলোয়ার হোসেন লেবু, গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাষ্ট ইউকে’র সভাপতি আলতাফ হোসেন বাইচ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান চৌধুরী রুহুল, কোষাধ্যক্ষ জবরুল ইসলাম লনি, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, গোলাপগঞ্জ হেল্পিং হেন্ডস ইউকে’র প্রতিষ্ঠাতা সভাপতি সায়াদ আহমেদ সাদ, বর্তমান সভাপতি আফরোজ মিয়া , সাধারণ সম্পাদক তানহার আহমেদ তুহিন, সাবেক সভাপতি তমিজুর রহমান রঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক আকতার হোসেন, জনকল্যাণ সমিতি লুটন'র সভাপতি ফয়ছল আহমেদ, সাধারণ সম্পাদক শাহরিয়ার আহমেদ সুমন, গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্টের আহ্বায়ক মোঃ শামসুল হক, সদস্য সচিব মোঃ দিলওয়ার হোসেন, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগার যুক্তরাজ্য শাখার সভাপতি আলী আমজাদ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ জোয়ারদার, বাঘা ইউনিয়ন ডেভলপমেন্ট এসোসিয়েশন ইউকে’র সভাপতি জনাব কাদির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মিছবাহুল হক মাছুম, কোষাধ্যক্ষ জহুরুল ইসলাম, লন্ডন মহানগর আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমিনুল হক জিলু, কমিউনিটি ব্যক্তিত্ব আরিফ মঞ্জুর চৌধুরী মিঠু, কমিউনিটি ব্যক্তিত্ব খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সিনিয়র সহ সভাপতি মাওলানা শওকত আলী, গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাষ্ট ইউকে’র সহ সভাপতি ইকবাল হোসেন বাল্মীকি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বাছির, সহ কোষাধ্যক্ষ এনাম উদ্দিন, মেম্বারশিপ সেক্রেটারি নুনু মোহাম্মদ শেখ,আজিজুস সামাদ, একাউন্টেন্ট আবু তাহের, সাবেক কোষাধ্যক্ষ শিব্বির আহমেদ, সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশিদ খান, সাংবাদিক ও সংগঠক মারুফ আহমেদ, আব্দুল বারী নাছির, আবুল ফয়েজ,কামাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ফারুক মিয়া, কমিউনিটি ব্যক্তিত্ব হেলাল আহমেদ, সিদ্দিকুর রহমান, সালাহ উদ্দিন, আবুল কাহের নুনু, জামান মিয়া, সাংবাদিক আলী রেজা, হোসেন আহমেদ, রেজাউল ইসলাম বিল্লাহ, ফখরুল ইসলাম, দুলাল আহমেদ, জয়নাল খান প্রমুখ।
উল্লেখ্য, আলী রাজা খাঁন ফুলসাইন্দ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজ ও ফুলসাইন্দ মাদ্রাসার দীর্ঘকাল সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ফুলসাইন্দ মসজিদের সভাপতি ছিলেন উনার প্রতি মানুষের ভালবাসার কারণেই করোনা মহামারি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে হাজার হাজার মানুষ জনাব আলী রাজার জানাযার নামাজে উপস্থিত হন। গতকাল নিজ বাড়ি সংলগ্ন মাঠে উনার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।