বিজ্ঞাপন
জিভি২৪ ডেস্ক : বিয়ানীবাজার উপজেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা। প্রবাসী অধ্যুষিত এ উপজেলায় সাংবাদিক ও ব্যাংকারসহ নতুন করে আরও ৫জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। রোববার রাতে এ তথ্য নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
নতুন আক্রান্তরা সকলেই বিয়ানীবাজার পৌরসভার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে প্রথমজন হচ্ছেন বিয়ানীবাজার প্রেসক্লাব সদস্য ও সিনিয়র সাংবাদিক পৌর এলাকার সুপাতলা গ্রামের বাসিন্দা হিরণ রোহী দাস (৪৮)। তিনি বিয়ানীবাজার পৌরসভার একজন কর্মকর্তা। পৌর কাউন্সিলর আকছার হোসেনের সংস্পর্শে এসে পজিটিভ হয়েছেন তিনি। দ্বিতীয়জন হচ্ছেন শাহজালাল ইসলামী ব্যাংকের কর্মকর্তা আবদুল মালেক (৫৪)। অপর তিনজন হচ্ছেন- ফতেহপুর গ্রামের দুই নারী রুজি বেগম (৩৫) ও বুশরা বেগম (২৩) এবং এক মেয়ে শিশু মনিরা বেগম (১৩)।
নতুন আক্রান্ত ৫ জনের বাড়ি সোমবার লকডাউন করা হবে। পাশাপাশি তাদের সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে।
এদিকে, নতুন ৫জন নিয়ে এ উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮৮ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৯৪জন এবং মারা গেছেন ৭জন।