বিজ্ঞাপন
হবিগঞ্জ প্রতিনিধি : বানিয়াচঙ্গ-হবিগঞ্জ সড়কের সিএনজি অটোরিক্সা ও ট্রাক্টর এর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ১ জন নিহত এবং আহত হয়েছেন ৪ জন।
ঘটনাটি ঘটেছে রোববার ( ১৯ জুলাই) রাত ৯ টার দিকে বানিয়াচঙ্গ-হবিগঞ্জ সড়কের কালারডোবার নামক স্থানের সড়কে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ধান বোঝাই একটি ট্রাক্টর ও বানিয়াচঙ্গমুখী সিএনজি অটোরিক্সা উল্লেখিত স্থানে পৌঁছামাত্র মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনাটি ঘটে। ধান বোঝাই ট্রাক্টরের ধাক্কায় সিএনজি (অটোরিক্সাটি) রাস্তার পাশে খাদে ছিটকে পড়ে যায়।
এসময় বোঝাইকৃত ধান নিচে পড়ে গেলে ধানের বস্তার চাপায় ঘটনাস্থলেই ১জন মারা যায়। নিহত ব্যক্তির পরিচয় সনাক্ত করা সম্ভব হয় নি।
এদিকে দূর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যান বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা, বানিয়াচঙ্গ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে দ্রুত ঘটনাস্থলে আসে।
স্থানীয় ও প্রশাসনিক সবাই মিলে প্রায় ঘন্টা ব্যাপী উদ্ধার করা হয় ।
এ দিকে দূর্ঘটনায় আহত যাত্রীদের উদ্ধার করে তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।
বানিয়াচঙ্গ থানার এসআই গৌতম জানান, দূর্ঘটনায় পতিত ট্রাক্টর ও সিএনজি অটোরিক্সা উদ্বার করে থানায় নিয়ে আসা হয়েছে।
দূর্ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় সনাক্ত করতে বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা’র সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, দূর্ঘটনার খবরটি পাওয়া মাত্রই সেখানে উপস্থিত হয়ে বানিয়াচং থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এর লোকজনদের সাথে নিয়ে উদ্বার অভিযান পরিচালনা করে আহতদের দ্রুত সময়ের মধ্যে চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছি।