নিজস্ব প্রতিনিধি: গোলাপগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে অসহায় কৃষকদের মধ্যে বীজ ও কর্মহীনদেরর মধ্যে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের হিলালপুর বরায়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বীজ ও ত্রাণ সহায়তা দেওয়া হয়।
বিজ্ঞাপন
এ সময় সেনাবাহিনীর পক্ষে উপস্থিত ছিলেন জালালাবাদ সেনানীবাসের উপ-অধিনায়ক (ই-বেঙ্গল-৬৫) মেজর এসএম ফখরুল ইসলাম খানসহ একদ সেনাবাহিনীর একটি টিম ।
মেজর এসএম ফখরুল ইসলাম খান বলেন, করোনা সংকটে দিনমজুর মানুষ কর্মহীন হয়ে খাদ্য ও আর্থিক সমস্যায় ভুগছে। আমাদের পক্ষ থেকে তাদের সহায়তার চেষ্টা করছি। এ সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো. খায়রুল আমিন, ফুলবাড়ী ইউপি'র প্যানেল চেয়ারম্যান গিয়াস উদ্দিন, কৃষি ব্লক কর্মকর্তা প্রদীপ কুমার রায়, আরিফুল আলম প্রমুখ।
মেজর এসএম ফখরুল ইসলাম খান বলেন, করোনা সংকটে দিনমজুর মানুষ কর্মহীন হয়ে খাদ্য ও আর্থিক সমস্যায় ভুগছে। আমাদের পক্ষ থেকে তাদের সহায়তার চেষ্টা করছি। এ সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো. খায়রুল আমিন, ফুলবাড়ী ইউপি'র প্যানেল চেয়ারম্যান গিয়াস উদ্দিন, কৃষি ব্লক কর্মকর্তা প্রদীপ কুমার রায়, আরিফুল আলম প্রমুখ।