বিজ্ঞাপন
এ নিয়ে উপজেলায় মোট করোনা রোগীর সংখ্যা ৩৫ জনে দাঁড়ালো। এরমধ্যে ৩জন সুস্থ হয়েছেন এবং একজন মৃত্যুবরণ করেছেন। এদের মধ্যে শুধু পৌর এলাকায় করোনা রোগীর সংখ্যা ২৩জন।
রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী।
তিনি বলেন, রোববার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিএর ল্যাবে নমুনা পরীক্ষায় গোলাপগঞ্জের ৪জনের রিপোর্ট পজেটিভ আসে।
এদেরমধ্যে পৌর এলাকার টিকরবাড়ির গ্রামের ৪২ বছরের একজন পুরুষ, গোলাপগঞ্জ উত্তর বাজারের আয়াত মঞ্জিলে ৫১ বছর ও ৭৪ বছরের দুই বৃদ্ধ এবং আমুড়া ইউনিয়নের আমনিয়া গ্রামের ১৮ বছরের এক তরুণ রয়েছেন।
আমিনিয়া গ্রামের ওই তরুণ ঢাকা ফেরত ছিল এবং বাকি ৩জন করোনা রোগীর সংস্পর্শে এসেছিল বলে জানান তিনি।
এদিকে রাতে আমুড়া ইউনিয়নের তরুণের বাড়ি লকডাউন করা হবে । কিন্তু পৌর এলাকার ৩ করোনা রোগীর বাড়ি আগ থেকে লকডাউন রয়েছে জানা যায়।