Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২০
সর্বশেষ সংষ্করণ 2020-05-19T14:35:53Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে প্রবাসীদের অর্থায়নে, মডেল থানায় জীবাণুনাশক টানেল নির্মাণ

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিনিধি: প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জ মডেল থানার প্রবেশ পথে জীবাণুনাশক টানেল নির্মাণ করা হয়েছে।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) রাশেদুল হক চৌধুরী ও গোলাপগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রুহেল আহমদের উদ্যোগে এই জীবাণুনাশক টানেল নির্মাণে অর্থিক সহযোগিতা করেন যুক্তরাজ্য প্রাবাসী আব্দুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান মোঃ দিলওয়ার হোসেন ও মিছবাহ মাছুম ফাউন্ডেশনের চেয়ারম্যান মিছবাহুল হক মাছুম।

মঙ্গলবার দুপুর ২টায় এ টানেল নির্মাণের উদ্বোধন করেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) রাশেদুল হক চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ইষ্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ট্রাষ্টি বোর্ডের সদস্য, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সমাজসেবী রাজনীতিবিদ মঞ্জুর শাফি চৌধুরী এলিম।

এসময় প্রধান অতিথির তাঁর বক্তব্যে বলেন, করোনা সংকটে রাত দিন কাজ করে যাচ্ছে বাংলাদেশের পুলিশ সদস্যরা। তাদের সুরক্ষায় প্রবাসীদের এমন উদ্যোগ প্রশংসার দাবি রাখে। প্রবাসীরাও বিপদে আছে কিন্তু তাদের বিপদ উপেক্ষা করে তারা দেশের মানুষের সাহায্যে এগিয়ে আসছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, গোলাপগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রুহেল আহমদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহিন, গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিপন, মারজানুল হক মামুন প্রমুখ।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ