Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২০
সর্বশেষ সংষ্করণ 2020-05-23T07:44:56Z
সিলেট

বড়লেখায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩ চিকিৎসক করোনায় আক্রান্ত

বিজ্ঞাপন

মৌলভীবাজার প্রতিনিধিঃ বড়লেখা উপজেলায় নতুন করে আরো ৩ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে, আক্রান্ত ৩ জনই বড়লেখা উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সে কর্মরত চিকিৎসক। এদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ । উনারা প্রত্যেকেই হাসপাতালের স্টাফ কোয়ার্টারে থাকতেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত রবিবার (১৭ মে) বড়লেখা উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সের একজন ওয়ার্ড বয়ের করোনা পজিটিভ আসে, অই দিনই আক্রান্ত ওই ব্যক্তির সংস্পর্শে আসা চিকিৎসকসহ মোট ৩৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়, অতঃপর হাসপাতালে কর্মরত তিনজন চিকিৎসকের করোনা পজিটিভ রিপোর্ট আসে।তাদের কারো শরীরে কোনো উপসর্গ দেখা দেয় নি, তাদেরকে হোম আইসোলেশনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে ।

বড়লেখা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস এ তথ্যটি নিশ্চিত করেছেন । এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮ জন, এদের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ জন। বাকিরা হোম আইসোলেশনে রয়েছেন।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ