Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২০
সর্বশেষ সংষ্করণ 2020-05-21T13:06:07Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে করোনায় মৃত্যু হওয়া পল্লী চিকিৎসকের দাফন সম্পন্ন

বিজ্ঞাপন

জিভি২৪ নিউজঃ আছিরগঞ্জ বাজারের পল্লী চিকিৎসক আবুল কাশেমের দাফন সম্পন্ন হয়েছে। করোনা ভাইরাসে তিনি গতরাতে চিকিৎসাধীন অবস্থায় সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আজ বিকেল ৪টায় তার নিজগ্রাম বিয়ানীবাজারের মাটিজুরা মালোপাড়া গ্রামে তাকে দাফন করা হয়। তার জানাযা ও দাফনকাজে বিয়ানীবাজার উপজেলা স্বেচ্ছাসেবী দল এবং কওমী আলীম ও ইসলামী ফাউন্ডেশন বিয়ানীবাজার উপজেলা টিমের সদস্যরা অংশ নেন। এসময় বিয়ানীবাজার উপজেলা প্রশাসনও উপস্থিত ছিলেন।

ডাঃ আবুল কাশেমের বাড়ি বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের মাটিজুরা (মালোপাড়া) গ্রামে। তিনি গোলাপগঞ্জের আছিরগঞ্জ বাজারে ভাড়া বাসায় থাকতেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ মে) ডাঃ আবুল কাশেমের করোনা রিপোর্ট পজিটিভ আসে বলে নিশ্চিত করেছিলেন গোলাপগঞ্জ উপজেলা স্বা’স্থ্য কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী। এরপর তাকে বুধবার (২০ মে) বাদ সন্ধ্যায় সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ