বিজ্ঞাপন
নিজস্ব প্রতিনিধি:: গোলাপগঞ্জে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে শনিবার (১৬মে) রাতে গোলাপগঞ্জ পৌর এলাকার নিত্য প্রয়োজনীয় দোকানপাট ছাড়া বাকি সবকিছু বন্ধ ঘোষণা করা হয়।
এবার পৌর এলাকার মত উপজেলার ভাদেশ্বর মোকাম বাজারে নিত্য প্রয়োজনীয় দোকানপাট ছাড়া বাকি সবকিছু বন্ধ ঘোষণা করা হয়েছে।
রবিবার (১৭ মে) সকালে ভাদেশ্বর মোকাম বাজারে বনিক সমিতির এক জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ভাদেশ্বর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন বলেন ,শুধুমাত্র নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান, ওষুধের দোকান ব্যতিত সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
পৌর এলাকায় যাতে আর করোনা ভাইরাসের সংক্রমণ না হয় এজন্য জনগণের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ, গতকাল শনিবার গোলাপগঞ্জ পৌর এলাকার নতুন ১৩ জন ও আমুড়া ইউনিয়নের সুন্দিশাইলের একজন সহ উপজেলার মোট ২১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।