Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২০
সর্বশেষ সংষ্করণ 2020-05-17T14:32:20Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারে যুবক আটক

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে
সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে বিভিন্নরকম বিভ্রান্তিমূলক স্ট্যাটাস দিয়ে অস্থিরতা তৈরীর চেষ্টা করায় গোলাপগঞ্জ থেকে ইফতেখার আহমদ জুমন (২৫) নামের এক যুবককে গ্রেফতার করছে পুলিশ।শনিবার বিকাল ৪টায় আমনিয়া বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার আমুড়া ইউনিয়নের ইসলামটুল গ্রামের হোসেন আহমদ ছয়ফুলের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, আমানিয়া বাজারে অবস্থিত জুমন আহমদের মালিকানাধীন হোসেন ট্রেডার্স নামীয় ব্যবসা প্রতিষ্টানে বসে সে দীর্ঘদিন যাবৎ জনমনে বিভ্রান্তি সৃষ্টিসহ রাষ্ট্রীয়ভাবে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সরকার বিরোধী বিভিন্ন প্রকার অপপ্রচার চালিয়ে আসছিল। জেলা গোয়েন্দা শাখার সাইবার টিমের সদস্যরা দীর্ঘদিন হতে তার উপর নজরদারি করে আসছিলেন। এই অভিযোগে তাকে গ্রেফতার করে।

এ ঘাটনায় জেলা গোয়েন্দা শাখার এসআই কল্লোল গোস্বামী বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো: লুৎফর রহমান জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কোন গুজব কিংবা অপপ্রচার চালিয়ে কেউ যেন সমাজে অস্থিরতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে জেলা পুলিশের একটি বিশেষ টিম কাজ করে যারা সন্দেহভাজনদের ব্যবহ্রত সামাজিক যোগাযোগ মাধ্যম সার্বক্ষনিক নজরদারি করে।এরই ধারাবাহিকতায় ফেসবুকে ব্যবহার করে রাষ্ট্রে অস্থিরতা এবং বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে গোলাপগঞ্জ থেকে জুমন আহমদ নামের এক ব্যক্তি কে গ্রেফতার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ভবিষ্যতে কেউ যেন সমাজে অস্থিরতা তৈরী করতে না পারে সেজন্য জেলা পুলিশের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ