বিজ্ঞাপন
নিজস্ব প্রতিনিধি : গোলাপগঞ্জের ভাদেশ্বর ইউনিয়নে দক্ষিণ ভাগ গ্রামের ২৫ বছর বয়সি এক যুবক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীনুর ইসলাম শাহিন ।
তিনি বলেন, গত ২৩ তারিখ এই যুবকের নমুনা সংগ্রহ করা হলে সোমবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিএর ল্যাবে নমুনা পরীক্ষায় গোলাপগঞ্জের তার রিপোর্ট পজেটিভ আসে। এই যুবকের বাড়ি লকডাউন ও তার পরিবারের নমুনা সংগ্রহ করা হবে বলেও জানান তিনি।
এদিকে এ যুবক সহ গোলাপগঞ্জে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৬ জনে। এরমধ্যে ৩জন সুস্থ হয়েছেন ও মারা গেছেন ১জন।