Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২০
সর্বশেষ সংষ্করণ 2020-05-17T13:46:58Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে গৃহবধু হত্যাকান্ডে আসামীদের ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

বিজ্ঞাপন

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে গৃহবধু শিল্পী বেগম হত্যাকান্ডে জড়িত প্রধান আসামী এনাম উদ্দিন (৪৫) এর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন অনুুুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ মে) বিকেল ৪ টায় বাঘা ইউনিয়নের দক্ষিণ বাঘাস্থ বটরতল বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন পরবর্তী প্রতিবাদ সভায় তাওহীদুর রহমান শাহ'র পরিচালনায় বক্তব্য রাখেন মাওলানা মুসলেহ উদ্দিন, বাঘা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন , সায়েম আহমদ, নিহতের ভাই ডাঃ আব্দুস সামাদ।

বক্তারা প্রধান আসামী এনাম উদ্দিনের ফাঁসি ও অবিলম্বে জড়িত সকল আসামীদের গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

উল্লেখ্য, গত ১১ মে সোমবার দুপুর দেড়টার দিকে বাঘা ইউনিয়নের উত্তর মাঝের মহল্লার এনাম উদ্দিন দ্বিতীয় বিবাহ করার অনুমতি না দেওয়ায় স্ত্রী শিল্পী বেগমের গলায় দা দিয়ে কোপ দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনায় নিহতের ভাই আব্দুস সামাদ বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার পর অভিযুক্ত স্বামী সহ ২জনকে গ্রেপ্তার করেছে।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ