বিজ্ঞাপন
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ উপজেলার প্রথম করোনা রোগী সুস্থ হয়েছেন। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মনিসর চৌধুরী।
তিনি জানান, উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাই গ্রামের কয়েছ আহমদ (৩০) সুস্থ হয়েছেন। তার অবস্থা ভালো থাকায় বাড়িতে রেখেই তার চিকিৎসা চলছিল। সিলেটের পিসিআর ল্যাবে পর দু'টি রিপোর্ট তার নেগেটিভ আসলে তাকে সুস্থ বলে ঘোষণা করা হয়।
এর আগে গত ১৯ মে মঙ্গলবার সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতাল থেকে উপজেলার আরো দুজন করোনা রোগী সুস্থ হিয়ে বাড়ি ফেরেন। এনিয়ে গোলাপগঞ্জ উপজেলায় ২৪ জন করোনা রোগীর মধ্যে মোট ৩জন করোনা রোগী সুস্থ হয়েছেন৷