বিজ্ঞাপন
নিজস্ব প্রতিনিধি :: করোনা ভাইরাস প্রতিরোধে আগামীকাল সকাল থেকে গোলাপগঞ্জ পৌর এলাকার নিত্য প্রয়োজনীয় দোকানপাট ছাড়া বাকি সবকিছু বন্ধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৬ মে) রাতে পৌর পরিষদের জরুরী সিদ্ধান্ত মোতাবেক, গোলাপগঞ্জ পৌর এলাকা সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়েছে।
এসময় শুধু মাত্র নিত্য প্রয়োজনীয় দোকানপাট, ফার্মেসী ব্যতিত সকল প্রকার দোকান পাট ও যাত্রী পরিবহন বন্ধ থাকিবে।
শনিবার রাতে গোলাপগঞ্জ উপজেলায় নতুন করে ১৪ জন করোনা রোগী শনাক্ত হওয়ার খবরে জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল বলেন, আমরা জনগণের কথা বিবেচনা করে আগামীকাল থেকে পৌর এলাকার নিত্য প্রয়োজনীয় দোকানপাট ছাড়া বাকি সবকিছু বন্ধ রাখার সিদ্ধান্ত নেই।