Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২০
সর্বশেষ সংষ্করণ 2020-04-12T17:53:37Z
বিয়ানীবাজার

বিয়ানীবাজারে সরকারি নির্দেশ অমান্য,পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

বিজ্ঞাপন

জিভি২৪ ডেস্কঃ  করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা অমান্য করে বিয়ানীবাজার পৌরশহরের বিভিন্ন এলাকায় দোকান খোলা রাখায় ৫ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় পৌরশহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খুশনূর রুবাইয়াত মৌমিতা এই অভিযান পরিচালনা করেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খুশনূর রুবাইয়াত মৌমিতা বলেন, সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রাখায় তাদের জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে। যারাই আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনী প্রদক্ষেপ নেয়া হবে। এসময় তিনি করোনা সংক্রমণ রোধে সকলকে ঘরে থাকার আহবান জানান।

অভিযানের সময় পুলিশ ও সেনাবাহিনীর টহল দল উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ