Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২০
সর্বশেষ সংষ্করণ 2020-04-12T08:08:34Z
বিয়ানীবাজার

বিয়ানীবাজারে করোনা সন্দেহে ৫ জনের নমুনা পরীক্ষা, রিপোর্ট নেগেটিভ

বিজ্ঞাপন

জিভি২৪ ডেস্কঃ বিয়ানীবাজারে দ্বিতীয় দফায় শিশু ও নারীসহ ৫ ব্যক্তির করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। রোববার (১২ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী।

তিনি জানান, গত বুধ ও বৃহস্পতিবার আমাদের একটি বিশেষ দল সন্দেহভাজন ওই ৫ জনের কোভিড-১৯ (COVID-19) পরীক্ষার জন্য নেজাল এবং থ্রট সোয়াব সংগ্রহ করে সিলেট ও ঢাকার ল্যাবে প্রেরণ করি। শনিবার বিকালে সেই নমুনা পরীক্ষার ফলাফল আমাদের হাতে এসেছে এবং সন্দেহভাজন ওই ৫জনেরই ফলাফল করোনা নেগেটিভ এসেছে। এর আগে গত শনিবার প্রথম দফায় একজনের করোনা পরীক্ষার রিপোর্টও নেগেটিভ এসেছে।

এদিকে, করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন ওয়ার্ডে সম্প্রতি গাজীপুর, বরগুনাসহ দেশের বিভিন্ন স্থান থেকে বাড়ি ফেরত আসা ১০জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে ৮ জন তাবলীগ কর্মী ও ২ জন গার্মেন্টস কর্মী রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, ভর্তি থাকা ১০ জনই সম্প্রতি দেশের বিভিন্ন জেলা থেকে বিয়ানীবাজারে ফিরেছেন। তাদের মধ্যে করোনা ভাইরাসের উপসর্গ রয়েছে, তাই আমরা কোন ঝুঁকি নিতে চাই না। তাদের সবাইকেই আমরা হাসপাতালের আইসোলেশনে নিয়ে এসেছি। তাদের ভর্তি রেখে করোনা পরীক্ষার জন্য জন্য নেজাল এবং থ্রট সোয়াব নমুনা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করবো।

প্রসঙ্গত, নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় সিলেট জেলাকে ইতিমধ্যে লকডাউন ঘোষণা করা হয়েছে। করোনাভাইরাস নিয়ে সারাদেশের ন্যায় বিয়ানীবাজার উপজেলার মানুষের মধ্যেও উৎকণ্ঠা বিরাজ করছে। লকডাউন ঘোষণা হওয়ার পর থেকে বিয়ানীবাজার উপজেলায় প্রবেশ-প্রস্থানেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বিকাল থেকেই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে থানা পুলিশ ইতোমধ্যে যানবাহন চলাচল সীমিত করার জন্য চেকপোস্ট বসিয়ে লকডাউন করে দিয়েছে।


বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ