বিজ্ঞাপন
মৌলভীবাজার সংবাদদাতাঃ
মৌলভীবাজারে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আকুয়া গ্রামের এক টং দোকানদার সানজু মিয়া (৪৫) শনিবার সকাল ৯ টায় করোনা সন্দেহে মারা গেছেন।
জানা গেছে, কিছুদিন যাবৎ উনার জ্বর ও সর্দি কাশি ছিল। শনিবার দুপুর ২ টায় মৃতের নমুনা র্যপিড রেসপন্স টিমের মাধ্যমে সংগ্রহ করে টেস্টের জন্য পাঠানো হয় সংশ্লিষ্ট ল্যাবে , রবিবার রাতে নমুনা টেস্ট রিপোর্টে জানা গেছে মৃত ব্যক্তির করোনা পজিটিভ।
মৌলভীবাজার সিভিল সার্জন ডাঃ তহওহীদ আহমদ ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বর্ণালী দাস বিষয়টি নিশ্চিত করেন।
এলাকার আশে-পাশের পাঁচটি গ্রাম লকডাউন করেছে পুলিশ ও উপজেলা প্রশাসন। গ্রাম গুলো হলো- ডলা, ভাঙ্গার হাট, সৈয়দ নগর, আকুয়া ও গণেশপুর।
এ নিয়ে মৌলভীবাজার জেলায় আতঙ্ক বিরাজ করছে,এছাড়া ও আজ থেকে মৌলভীবাজার জেলা সহ প্রত্যকটি উপজেলায় বিকাল ৫ টার পর কাঁচাবাজার সহ সকল প্রকার দোকান বন্ধ করার নির্দেশ দিয়েছন - নাজিয়া শিরিন ( জেলা ম্যাজিস্ট্রেট ) মৌলভীবাজার। ফার্মেসি, হাসপাতাল ও জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান খোলা থাকবে ।
জানা গেছে, কিছুদিন যাবৎ উনার জ্বর ও সর্দি কাশি ছিল। শনিবার দুপুর ২ টায় মৃতের নমুনা র্যপিড রেসপন্স টিমের মাধ্যমে সংগ্রহ করে টেস্টের জন্য পাঠানো হয় সংশ্লিষ্ট ল্যাবে , রবিবার রাতে নমুনা টেস্ট রিপোর্টে জানা গেছে মৃত ব্যক্তির করোনা পজিটিভ।
মৌলভীবাজার সিভিল সার্জন ডাঃ তহওহীদ আহমদ ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বর্ণালী দাস বিষয়টি নিশ্চিত করেন।
এলাকার আশে-পাশের পাঁচটি গ্রাম লকডাউন করেছে পুলিশ ও উপজেলা প্রশাসন। গ্রাম গুলো হলো- ডলা, ভাঙ্গার হাট, সৈয়দ নগর, আকুয়া ও গণেশপুর।
এ নিয়ে মৌলভীবাজার জেলায় আতঙ্ক বিরাজ করছে,এছাড়া ও আজ থেকে মৌলভীবাজার জেলা সহ প্রত্যকটি উপজেলায় বিকাল ৫ টার পর কাঁচাবাজার সহ সকল প্রকার দোকান বন্ধ করার নির্দেশ দিয়েছন - নাজিয়া শিরিন ( জেলা ম্যাজিস্ট্রেট ) মৌলভীবাজার। ফার্মেসি, হাসপাতাল ও জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান খোলা থাকবে ।