বিজ্ঞাপন
গোলাপগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের গোলাপগঞ্জে পুকুরে কীটনাশক প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দিবাগত রাতে কোন এক সময় উপজেলার পৌর এলাকার ইয়াগুল গ্রামের একটি পুকুরের এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কে বা কারা রাতের অন্ধকারে শত্রুতা বসত ইয়াগুল গ্রামের চেরাগ আলীর (ফটিক মিয়া) ছেলে নেহাদ আহমদের পুকুরের পানিতে কীটনাশক প্রয়োগ করে। পরদিন সকালে নেহাদ আহমদ পুকুরে গিয়ে মরা মাছ ভেসে থাকতে দেখেন। তাৎক্ষণিক তিনি এ ঘটনায় গোলাপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলেও জানা যায়।
ভুক্তভোগী নেহাদ আহমদ বলেন, মঙ্গলবার পুকুরে হাঁস নামা নিয়ে প্রতিবেশী কয়েকজনের সাথে ঝগড়া হয়। এ ঘটনায়ও কেউ ঘৃণিত কাজটি করতে পারে। এতে প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।
এ ব্যাপারে গোলাপগপঞ্জ মডেল থানার এস আই শামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।