Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০
সর্বশেষ সংষ্করণ 2020-04-07T17:54:15Z
সিলেট

র‌্যাবের প্রধান হচ্ছেন হাওরবেষ্টিত জেলা সুনামগঞ্জের সন্তান আব্দুল্লাহ আল মামুন

বিজ্ঞাপন

সুনামগঞ্জ প্রতিনিধিঃ র‌্যাবের নতুন মহাপরিচালক (ডিজি) হচ্ছেন হাওরবেষ্টিত জেলা সুনামগঞ্জের সন্তান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্বরত আছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে সারসংক্ষেপে প্রধানমন্ত্রীর কার্যালয় পাঠানোর পর প্রধানমন্ত্রী তা অনুমোদন দিয়েছেন । স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরের পর স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব (পুলিশ-১) ধনঞ্জয় কুমার দাস গণভবনে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের কাছে সারসংক্ষেপ পৌঁছে দেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সারসংক্ষেপ অনুমোদন করেন।

ওই সূত্রটি জানিয়েছে, আজকালের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে।

এদিকে, হাওরপাড়ের সন্তান র‌্যাব প্রধান হওয়ায় আনন্দের বন্যা বইছে সুনামগঞ্জ জুড়ে। তাঁকে উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছেন সোস্যাল মিডিয়া ব্যবহারকারীরা।

উল্লেখ্য, সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামের হাওরপাড়ের সন্তান আবদুল্লাহ আল মামুন গত বছর অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান। এর আগে তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ