Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২০
সর্বশেষ সংষ্করণ 2020-04-08T06:06:29Z
সিলেট

সিলেটে করোনা ভাইরাসে আক্রান্ত চিকিৎসক আইসোলেশ থেকে কেবিনে

বিজ্ঞাপন


জিভি২৪ নিউজঃ সিলেটে করোনা ভাইরাসে আক্রান্ত চিকিৎসকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে মঙ্গলবার রাতে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশনে নেয়া হয়েছে।

রাত ১০টার দিকে তাকে আশঙ্কাজনক প্রথমে হাসপাতালের আইসিইউতে নেয়া হলেও পরে সাড়ে ১১টার দিকে কেবিনে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি কেবিনেই চিকিৎসাধিন রয়েছেন। অক্সিজেন সাপোর্ট দিয়ে তার শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র। তিনি জানান, শ্বাসকষ্ট শুরু হওয়ায় রাত ১০টার দিকে তাকে এম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়। পরে সাড়ে ১১টার দিকে অক্সিজেন দেয়া হয়।

ডা. সুশান্ত আরো জানান, আক্রান্ত ঐ চিকিৎসক এখনো পুরোপুরি শঙ্কামুক্ত নন। তবে গতকাল রাতের অবস্থা থেকে ঝুঁকি কিছুটা কমেছে।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ