Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২০
সর্বশেষ সংষ্করণ 2020-04-08T06:20:30Z
সিলেট

সিলেটে আরো ৫ জনের করোনা ‘নেগেটিভ’, ছাড়পত্র দিলেন ডাক্তার

বিজ্ঞাপন

জিভি২৪ নিউজঃ করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা সন্দেহভাজন ইউনিটে চিকিৎসাধীন পাঁচজনের রিপোর্ট নেগেটিভ আসায় তাদের ছাড়পত্র দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে তাদের করোনা টেস্টের প্রতিবেদন নেগেটিভ আসায় বিকেলে তাদের ছাড়পত্র দেয়া হয় বলে জানান হাসপাতালটির চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র।

এর আগে নোভেল করোনাভাইরাসের উপসর্গ নিয়ে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি হন সিলেট, মৌলভীবাজার জেলার বড়লেখা, শ্রীমঙ্গল, ও কুলাউড়া উপজেলার এই পাঁচ রোগী।

বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে দুইজন রোগী ভর্তি আছেন বলে জানান তিনি। এদের মধ্যে একজনের নমুনা আজ পরীক্ষার জন্য সংগ্রহ করা হবে। অপরজন গত কয়েকদিন আগে করোনা শনাক্ত হওয়া চিকিৎসক। তিনিও আগের চেয়ে ভাল আছেন বলে জানান ডা. সুশান্ত।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ