Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২০
সর্বশেষ সংষ্করণ 2020-04-11T16:14:51Z
বিয়ানীবাজার

বিয়ানীবাজারে বিভিন্ন জেলা থেকে বাড়ি ফিরত ৮ তাবলিগ কর্মী হোম কোয়ারেন্টাইনে

বিজ্ঞাপন


জিভি২৪ ডেস্কঃ বিয়ানীবাজারে গত দু’দিনে ৮ তাবলিগ জামাতের কর্মী দেশের বিভিন্ন জেলা থেকে বাড়ি ফিরেছেন। তারা বাড়ি ফিরেই নিজ নিজ মসজিদে নামাজ আদায় করেছেন। অনেকেই যাচ্ছেন হাটবাজারে, এমনকি পরিচিতজনদের সাথে আড্ডাও দিচ্ছেন। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে করোনা ভাইরাসের আতংক ছড়িয়ে পড়েছে।

শনিবার (১১ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী, মেডিকেল অফিসার ডা. আবু ইসহাক আজাদ ও ডা. জীবনান্দন দেব রায় তাবলিগ ফেরত এই ৮ কর্মীকে চিহ্নিত করে তাদের বাড়িতে গিয়ে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছেন। এছাড়াও তাবলিগ ফেরত অন্যদেরও খুঁজে বের করা হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য প্রশাসনের দায়িত্বশীলরা।

উপজেলা স্বাস্থ্য প্রশাসন সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার কারণে দেশে তাবলিগ জামাতের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। এজন্য গত দু’দিনে উপজেলার বিভিন্ন গ্রামের প্রায় ২০জনেরও অধিক ব্যক্তি বরগুনাসহ দেশের বিভিন্ন জেলা থেকে তাবলীগের কাজ শেষে বাড়ি ফিরেছেন। তাবলিগ ফেরত ব্যক্তিদের কথা এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় মানুষ তাদের এড়িয়ে চলছে। দেখা মাত্র স্থানীয় প্রশাসন ও পুলিশকে খবর দিচ্ছে। পরে খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য প্রশাসন তাদের নাম-ঠিকানা সংগ্রহ করে বাড়ি গিয়ে কোভিড-১৯ এর ভয়াবহতা জানানোর পাশাপাশি পরিবার ও এলাকাবাসীর সাথে দুরত্ব বজায় রাখতে নিজ ঘরে ১৪দিন অবস্থান করার আহবান জানিয়েছেন। একইসাথে বিশ্বময় মহামারি রূপ ধারণ করা করোনাভাইরাসের আগ্রাসী অবস্থা তুলে ধরে তাদের মধ্যে এর উপসর্গ দেখা দিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হটলাইন নম্বরে যোগাযোগের অনুরোধ করেন।

বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী জানান, তাবলিগ ফেরতদের খুঁজে বের করে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। তিনি আরো জানান, শুধুমাত্র সচেতন থাকলে করোনাভাইরাস থেকে নিজে ও পরিবারকে রক্ষা করা সম্ভব। আমরা তাদের বাড়ি বাড়ি গিয়ে বিশ্বের পরিস্থিতি ও দেশের সাম্প্রতিক অবস্থা তুলে ধরে ঘরের মধ্যে আগামী ১৪ দিন সঙ্গরোধ করে অবস্থানের আহবান জানিয়েছি এবং একই সাথে পরিবারের কারো, জ্বর, সর্দি, কাশি ও মাথা ব্যথা হলে হাসপাতালের নম্বরে যোগাযোগ করার আহবান জানিয়েছি। এছাড়া তাদের মসজিদে নামাজ আদায় না করে বাড়িতে নামাজ আদায় করতে বলা হয়েছে বলেও জানান তিনি।

ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী বলেন, সমাজে কোন ধরনের কথা কিছু মানুষ ছড়িয়ে দেয়। এসব কথায় বিপদ ডেকে আনছে ও ঝুঁকি বাড়াচ্ছে। উপসর্গ থাকলে এর চিকিৎসা আছে কিন্তু পরীক্ষা ছাড়া ঘরে বসে থাকলে নিজের সাথে পুরো পরিবার ক্ষতিগ্রস্থ হবে। এ বিষয়টি সবাইকে বুঝতে হবে।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ