Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০
সর্বশেষ সংষ্করণ 2020-04-08T18:31:44Z
সিলেট

সুনামগঞ্জের বিশ্বম্ভপুরে ১০ জন হোম কোয়ারেন্টাইনে

বিজ্ঞাপন


সুনামগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ লকডাউন ঘোষণার পর সেখান থেকে ফেরত আসা একই পরিবারের ৭ জনকে বিশ্বম্ভরপুর উপজেলার ভাদেরটেকে প্রশাসনের নির্দেশনা মতে হোম কোয়ারেন্টাইনে এবং তাদের বাড়িসহ পার্শ্ববর্তী এলাকাকে লকডাউন ঘোষণা করে লাল পতাকা টাঙিয়ে দেয়া হয়েছে।

এছাড়া বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের বেতাগড়া গ্রামে গাজীপুর থেকে আসা ৩জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ জানান, গণপরিবহন বন্ধ থাকা ও লকডাউন ঘোষিত এলাকা থেকে এসব লোকজন নিজ নিজ বাড়িতে চলে এসেছেন।

খবর পাওয়া মাত্র উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্বাস্থ্যকর্মীদের সহায়তায় তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং তাদের বাড়িসহ আশেপাশের এলাকা লকডাউন ঘোষণা করে লাল পতাকা টাঙিয়ে দেয়া হয়েছে।

তিনি আরো জানান, আজ (বুধবার) করোনা ভাইরাস পরীক্ষার জন্য ২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এই ২ জন সহ এখন পর্যন্ত মোট ১২ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ২ জনের রেজাল্ট নেগেটিভ পাওয়া গেছে, বাকিদের রেজাল্ট এখনো পাওয়া যায়নি।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ